Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Friday, November 4, 2022

এইচএসএসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

এইচএসএসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

 


সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হবে। এ বছর প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় জানানো হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবসৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান-প্রধান ও শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে।

পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

প্রশ্নপত্র বিতরণের আগে সময়সূচি অনুযায়ী বিষয়, বিষয় কোড, পত্র ও সেট কোড নিশ্চিত হয়ে কক্ষ পর্যবেক্ষকরা বিতরণ করবেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর এইচএসসি পরীক্ষা নিচ্ছে সরকার। এ বছর পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

সংশোধিত ও পুনঃবিন্যাসকৃত সিলেবাসে দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টি প্রশ্নের ১৫টির উত্তর দিতে হবে; সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে; সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

অন্যদিকে মানবিক ও ব্যবসায় শাখায় এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে; সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে; সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Wednesday, November 2, 2022

শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার

শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার

 



১৯৯৫ সালের দিপাবলীতে মুক্তি পেলেও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র উজ্জ্বল উপস্থিতি আজও সমান। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরনের (ছবির চরত্রি) প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই।

প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। 

বর্তমান প্রজন্মের কাছে সেই ম্যাজিককেই ফিরিয়ে আনতে যশরাজ ব্যানার পর্দায় ফের নিয়ে আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বুধবার (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে এই বলিউড ব্লক বাস্টার। ২ নভেম্বর ৫৭-এ পা দিলেন শাহরুখ খান।

যারা বড়পর্দায় এই ছবি মিস করেছেন, তাদের জন্য বলিউড বাদশার জন্মদিনে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে দারুণ সুযোগ এনে দিচ্ছে পিভিআর ও আইনক্স। 

টুইটারে ব্লু টিকের জন্য মাসে গুনতে হবে যত টাকা

টুইটারে ব্লু টিকের জন্য মাসে গুনতে হবে যত টাকা




 সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট নির্দেশকারী ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ৮ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা মাসিক চার্জ নেওয়া হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম সাইটটি ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণের পরে পরিবর্তনের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাস্ক বলেন, স্প্যাম বা স্ক্যামকে পরাস্ত করার জন্য এটি অপরিহার্য।

সাধারণত হাই-প্রোফাইল ব্যবহারকারীদের নামের পাশে ব্লু টিক চিহ্নের সেবাটি বর্তমানে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তবে সমালোচকরা বলছেন, নতুন এই পদক্ষেপটি নির্ভরযোগ্য উৎস শনাক্ত করা কঠিন করে তুলতে পারে।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক যোগ করেন, অর্থ প্রদানকারী ব্যবহারকারীরা উত্তর প্রাপ্তি, অনুসন্ধান এবং অর্ধেক বিজ্ঞাপন সুবিধায় অগ্রাধিকার পাবেন।

অ্যাকাউন্ট ভেরিফায়েডে ব্লু টিকের পুরোনো পদ্ধতিকে ‘জমিদারি’ প্রথা আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ধনকুবের মাস্ক। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমতা! মাসে ৮ ডলারে ব্লু টিক।

টুইটারের ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের যাচাই করার আগের পদ্ধতিতে একটি ছোট অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হতো। এটি সেলিব্রিটি, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ যাদের ভুয়া অ্যাকাউন্ট খোলার আশঙ্কা ছিল, তাদের জন্য সংরক্ষিত ছিল।

২০০৯ সালে এ পদ্ধতিটি চালু করেছিল টুইটার। কারণ, তখন কোম্পানিটি ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধে যথেষ্ট কাজ না করার অভিযোগে একটি মামলার মুখোমুখি হয়েছিল।

কিন্তু মাস্ক ভারী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কারণ, তিনি বছরের পর বছর ধরে লাভ করতে না পারা টুইটারের ব্যবসার পদ্ধতি পরিবর্তনের জন্য কাজ করছেন।

মাস্ক বলেন, তিনি বিজ্ঞাপনের ওপর টুইটারের নির্ভরতা কমাতে চান। তবে তার নেতৃত্বে থাকা সাইটটিতে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন কিছু কোম্পানি।

মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস গত সপ্তাহে জানায়, তারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া স্থগিত করছে।

একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার মিডিয়া কর্মকর্তা বিবিসিকে বলেন, ইতোমধ্যে আরও কিছু প্রধান ব্র্যান্ড প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। কারণ, তারা মাস্কের আনা পরিবর্তনগুলো কীভাবে কার্যকর হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন।

সোমবার বিশ্বের অন্যতম বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা আইপিজি সামাজিক মাধ্যমটিতে ‘বিশ্বাস ও নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য টুইটারের পরিকল্পনার বিষয়ে আরও স্পষ্টতার প্রয়োজন বলে উল্লেখ করেছে। নিজেদের গ্রাহকদের টুইটারে দেওয়া বিজ্ঞাপনগুলো এক সপ্তাহের জন্য স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এর আগে, ব্লু টিক সুবিধার জন্য মাসে ২০ ডলার চার্জ হতে পারে বলে শোনা গিয়েছিল। অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মধ্যে একজন হলেন লেখক স্টিফেন কিং। তিনি বলেন, টুইটারের আমাকে অর্থ প্রদান করা উচিত। জবাবে মাস্ক লেখেন, আমাদের কোনো না কোনোভাবে বিল পরিশোধ করতে হবে!